মোঃমারুফ হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপুর বিরুদ্ধে টাকা আত্মসাধার অভিযোগ উঠেছে । সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু ডিগ্রি কোর্স প্রিলিমিনারি মাস্টার্স থেকে মনোবিজ্ঞান বিভাগে নিয়োগ প্রাপ্ত হন। অনার্স মাস্টার্স করার যোগ্য সিনিয়র শিক্ষক রেখে অনিয়মের মাধ্যমে ভারপ্রাপ্ত দক্ষ হন বলে জানা যায় ।
এছাড়াও হাতে হাতে পরীক্ষা ফি, প্রবেশপত্র ফ্রি এবং ভর্তি ফি ইত্যাদি সকল টাকা জুহেল মিয়া, সোহেল রানা ও জাহাঙ্গীর মানি রিসিট ব্যতীত টাকা নিয়ে থাকে। কলেজের এই সকল টাকা অধ্যক্ষ এবং অধ্যক্ষের স্ত্রীর ব্যক্তিগত একাউন্টে রাখা হয়। ভর্তি বাণিজ্যের আহ্বায়ক অধ্যক্ষ স্ত্রী, সোহেল রানা, জুয়েল মিয়া ও জাহাঙ্গীর তারা হাতে হাতে ৪০০ করে টাকা নিয়ে থাকে।মানি রিসিট না থাকায় যার হিসাব কারো কাছে দিতে হয় না। এ ব্যাপারে UNO স্যার এর কাছে কিছু ছাত্র মৌখিকভাবে জানানো হয়। এ বছর ভর্তির নাম করে ৮ থেকে ১০ হাজার করে প্রায় ২০০ জনের কাছ থেকে ভর্তি বাণিজ্য করেছে।
এমনকি তারা কোচিং বাণিজ্য করে। অধ্যক্ষ এবং তার স্ত্রী দুইটি কোচিং সেন্টার চালায়। যার প্রচার-প্রচারণা, প্রশ্ন বিতরণ, শিট বিক্রি ইত্যাদি।
সরকারীকরণের নাম করে শিক্ষকদের কাছ থেকে প্রায় ৮৫ লক্ষ টাকা আত্মসাৎ করে সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু। ছাত্ররা ও ভুক্তভোগীরা তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছে।
এম/এস