নাজমুল ইসলাম,সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
দীর্ঘ দিন ধরে চলে আসা নীতি মেনেই এখনো চলছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর অনিয়ম।
সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে ময়লার বিশাল স্তুপ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বাংলাদেশের সর্ব বৃহত্তর বানিজ্যিক পরিবহন, গণপরিবহন, এবং ঢাকার নারায়ণগঞ্জের প্রবেশ পথ। আর এই প্রবেশ পথেই সাধারণের কষ্টের কারণ হয়ে দাড়াচ্ছে এই ময়লার ভাগার মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে, বাস স্ট্যান্ডে সিটি কর্পোরেশন এমন ময়লার ভাগার জনসাধারণের জন্য প্রতি মূহুর্তে কষ্টের কারণ হয়ে দাড়াচ্ছে, ময়লার বাজে গন্ধ বাতাসে মিশে অক্সিজেনের মাত্রা কমিয়ে বায়ুদূষণ হয়ে মানুষের জন্য সৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে তো সৃষ্টি হচ্ছে বিশাল দুর্ভোগ, ময়লার উপর বৃষ্টির পানি পড়ে পচা রসালো পানি হাটা চলার ক্ষেত্রে মানুষের গায়ে লেগে নষ্ট হচ্ছে পরিচ্ছন্ন পোষাক এবং অফিসে আদালত, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাধা।
এই দুর্ভোগের শেষ কোথায়।
সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে জাপানের একটি সংস্থা (জাইকা) এর অর্থায়নে নির্মিত বিশাল ডাম্পিং, কিন্তু সিটি কর্পোরেশন এর সেখানেও নেই মনোযোগ।
(২০১৮) সনে কাজ শেষ করার কথা থাকলেও সময় বারিয়ে তা নেয়া হয় (২০২১) সনে, কিন্তু (২০২১) সনে এসেও দীর্ঘ দিনের অনিয়ম আর দূর্নীতির ফলস্রুতিতে এখনো পর্যন্ত শেষ হয়নি ডাম্পিংয়ের কাজ।
আর সিটি কর্পোরেশনের এই অনিয়মের ফলে জনসাধারণের জন্য সৃষ্ট এই ভোগান্তির দ্বায়ভার গ্রহন করবে কে..?
৫ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ নতুন স্বপ্ন দেখেছিলো কিন্তু এর কোনোটাই এখনো বাস্তবায়ন হয়নি, সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয়ায় সিটি কর্পোরেশন এর বাসিন্দারা ভেবেছিলো ভোগান্তি হয়তো কমবে।
কিন্তু হলো তাহার বিপরীত মানুষের ভোগান্তি যেনো বাড়তে বাড়তে এখন চরম পর্যায়ে।
এগুলোর শেষ এবং অবসান কোথায় ঘটবে নারায়ণগঞ্জের মানুষের জানা নেই।