মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সাদুল্লাপুরে শুকনো গাঁজা ও ০১টি মটর সাইকেল জব্দসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৩। মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের ভবিষ্যৎ সম্ভাবনাকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, এবং নানাবিধ হতাশার সুযোগ নিয়ে মাদক তার কালো হাত প্রসারিত করেছে তরুন সমাজের প্রতি। র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ১ অক্টোবর মঙ্গলবার বিকেল চারটার দিকে
সিপিসি-০৩, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল সাদুল্লাপুর উপজেলার হামিন্দপুর (কৈপাড়া) গ্রামে হইতে মটরসাইকেল তল্লাশি করে
আনোয়ার হোসেন দুলাল এর পিঠে বহনরত একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর হইতে সর্বমোট ৬.৪০০ কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজা এবং ১টি মটর সাইকেল জব্দসহ ০২ (দুই) জনকে গ্রেফতার করে।
কুখ্যাত মাদক কারবারী ১। মোঃ আনোয়ার হোসেন দুলাল (২৪), পিতা-মোঃ আফজাল হোসেন, মাতা-মোছাঃ দুলালী বেগম, গ্রাম-কুরুষা-ফেরুষা, ইউপি- বালারহাট, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, ধৃত আসামী ০২। জিয়াউর (৪০), পিতা-মৃত শাহার আলী, মাতা-আসুরা বেগম, গ্রাম-জগজীবন, ইউপি: সাদ্দারগাঁ, থানা-পীরগাছা, জেলা-রংপুরদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এম/এস