সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
গণসংহতি আন্দোলনের ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশনের সোনারগাঁ উপজেলার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির আহবায়ক মোমেন হাসান প্রান্ত ও সদস্য সচিব হাসিবা ইসলাম সামিয়া।
গতকাল রবিবার সোনারগাঁয়ে হাতকোপা এলাকায় নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মুনার উপস্থিতে একটি সাতটি পদ ফাঁকা রেখে ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে মনোনীতরা হলেন যুগ্ন আহবায়ক ফাহিম আহমেদ, সিহাব হাসান,মারুফ আহমেদ,যুগ্ম সদস্য সচিব ইকরা মুনি জিনিয়া, ফয়সাল হোসেন পাপ্পু, রাহাতুল ইসলাম রাফি, অর্থ সম্পাদক হিমুরিয়া চৌধুরী হিমি,পাঠচক্র বিষয়ক সম্পাদক এলমা মরিয়ম জুমি,প্রচার সম্পাদক আবির মাহমুদ অভি,ক্রিড়া বিষয়ক সম্পাদক মুসা,
সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ সিমান্ত মিয়া,
কার্যকরী সদস্য মরিয়ম আক্তার মিম, সিয়াম সরকার, নিমিতা তাসমিম মৌমি, রাহিম সরকার,আহসান।
ti/