আশিকুর রহমান, রংপুর প্রতিনিধিঃ
রংপুর জেলার মিঠাপুকুর এ বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) এর মহাসচিব ড, সাইফুল ইসলাম দিলদার ও তার কর্মীদের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতার কৃতদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে ।
রবিবার বিকাল ৪ ঘটিকায় মিঠাপুকুর প্রেসক্লাব হল রুমে সংবাদ সম্মেলন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি মোঃ আশিকুর রহমান মন্ডল এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি, বিধরঞ্জন বর্মন, রংপুর আঞ্চলিক শাখার নির্বাহী সদস্য এমদাদুল হক, মিঠাপুকুর উপজেলা শাখার, কোষাধাক্ষ মাজহারুল ইসলাম সোহাগ, যুগ্ন সম্পাদক হাবিবুর রহমান লাল, মিঠাপুকুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক, মেহেদী হাসান রিপুল, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন সহ সাংবাদিক ও মানবাধিকার কর্মী বৃন্দ।
এ সময় বক্তারা বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব সহ সকল কর্মীদের বিরুদ্ধে আওয়ামী স্বৈরশাসক সরকারের আমলে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানায়।
ti/