মোঃ তৌহিদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
২৪ এর সকল বীর শহীদদের জাতীয় মর্যাদা প্রধানের মাধ্যমে তাদের তালিকা করতে হবে, যাতে একটি শহিদ ও বাদ না যায়। আজ নারায়ণগঞ্জের হুশিয়ারি সমিতির অডিটরিয়ামে গণসংহতি আন্দোলন কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্যে শহীদদের সকল পরিবারের সাথে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন। এখানে ২৪ এর আহত ও নিহত পরিবারের সাথে তিনি সাক্ষাৎ করলে তারা নানা রকম সমস্যার কথা তুলে ধরেন। এই আলোচনায় উঠে আসে ফ্যাসিবাদি সরকার যে হত্যাকাণ্ড চালিয়েছে তার নির্মম চিত্র। এক নিহতের পরিবার জানায় কিভাবে দোকানের শাটার খুলে গুলি করা হয়। সেখানে সেই লাশ আনার পর দাফন কাফন ছাড়া তাদেরকে কবর দেয়া হয়। আহত নিহত পরিবার বন তত্ত্বাবধায়ন সরকারের কাছে তাদের জীবন নিরাপত্তা চায় বলে জানায়। জুনায়েদ সাকি আশ্বাস দেন খুব শীঘ্রই নতুন একটি বাংলাদেশ ঘুরবে এবং যারা এ বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে সে ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে যেন কেউ বেইমানি না করে। নিহতের পরিবারকে তাদের প্রাপ্য সম্মানের মাধ্যমে যারা শহীদ হয়েছে তাদেরকে জাতীয়ভাবে মর্যাদা প্রদান করতে হবে এবং যারা আহত হয়েছে তাদেরকে সরকারি টাকায় উন্নত মানের চিকিৎসার মাধ্যমে তাদের নতুন জীবন নিশ্চিত করতে হবে। এবং এই চ্যালেঞ্জ টি তত্ত্বাবধায়ক সরকার কে নিতে হবে বলে তিনি জানায়।