মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব ( চট্টগ্রাম জেলা ) প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া বটতলী শহর পরিচালনায় নতুন আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ) গঠিত উক্ত কমিটিতে মাওলানা কাজী নুরুল আলমকে আহবায়ক,সরওয়ার আকতারকে সদস্য সচিব করে ২৪জন বিশিষ্ঠ একটি কমিটি গঠন করা হয়।
কমিটিতে কো-অর্ডিনেটর হিসাবে রাখা হয়েছে অধ্যাপক ডা.জালাল আহমদকে। পরে কমিটির তালিকা লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাসানের কাছে হস্তান্তর করা হয়েছে।
কমিটির (যুগ্ম আহবায়ক) পদে ৪ জনকে মনোনীত করা হয়েছে।
তাঁরা হলেন, মাওলানা আবদুল গনি , মাওলানা আকতারুল কামাল ,শহীদুল আলম ,আবু তালেব রুবেল। যুগ্ম মহাসচিব - পদে নাছির উদ্দীন বাবুল ,মোহাম্মদ পেয়ারু।
কমিটির সদস্যরা হলেন, যথাক্রমে - ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ ,আবদুল আলীম আব্দুল্লাহ ,ইফতেখারুল আজিম টুটুল ,তৌহিদুল ইসলাম ,গিয়াস উদ্দিন ,শফিক আহমদ ,,মোহাম্মদ ইলিয়াছ , মোস্তফা কামাল , রিদুয়ানুল কবির এরফান ,মো. ফারুকুল ইসলাম ,আরিয়ান হাসান ,আবছার উদ্দিন ,মুসলিম উদ্দিন ,শহীদুল ইসলাম ,সাইফুল ইসলাম।
জানা যায়, ক্রেতা বিবিক্রেতাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে বটতলী শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ক্রেতা ও ব্যবসায়ীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে কমিটির সদস্যরা কাজ করে যাবে।
নবগঠিত লোহাগাড়া বটতলী শহর পরিচালনা আহবায়ক কমিটির আহবায়ক কাজী নুরুল আলম বলেন, অতীতে অনেক কমিটি হলেও বটতলী শহরে কোন ধরণের পরিবর্তন হয়নি। দক্ষিণ চট্টগ্রামের ব্যাবসা-বানিজ্যের অন্যতম প্রানকেন্দ্র বটতলী স্টেশন। এ স্টেশনকে পরিষ্কার-পরিচ্ছন্ন, যানজট মুক্ত করতে নতুন কমিটির নেতৃবৃন্দরা বসে সুন্দর একটি বটতলী শহর গড়তে কাজ করবো। এজন্য সকল ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সকলের সহযোগীতা কামনা করেন তিনি।