মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব চট্টগ্রাম জেলা প্রতিনিধি
সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম মোঃ আরাজ বিন আরিফ (৩)। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুতুব পাড়ায় এ ঘটনা ঘটে।
শিশু আরাজ পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইছমতি আলী নগর এলাকার সোনা জানি বাপের বাড়ির মোহাম্মদ আরিফুল ইসলামের পুত্র।
পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফরমান আলী জানান, ইছামতি আলীনগরের সোনা জানি বাপের বাড়ির মোঃ আরিফুল ইসলামের পুত্র আরাজ মঙ্গলবার বিকালে তার মায়ের সাথে সোনাকানিয়া ইউনিয়নের মির্জারখীল কুতুব পাড়ায় নানার বাড়িতে বেড়াতে যায়।
দুপুরে নানার বাড়ি উঠানে খেলা করছিল আরাজ। এসময় সবার অগোচরে শিশু আরাজ পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে বাড়ির উঠানে শিশু আরাজকে না দেখে সবাই চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুর থেকে আরাজকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এম/এস