নিজস্ব প্রতিবেদক
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রয়াত শাহজাহান চঞ্চল এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর ২০২৪ইং রবিবার বেলা বারোটার দিকে
চন্নাপাড়া এমদাদুল উলুম মাদ্রাসা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রীপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক প্রয়াত শাহজাহান চঞ্চলের ছোট ভাই এনামুল হক খোকন এর সভাপতিত্বে ৭নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক আশরাফ আলী নিজাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী।
প্রয়াত শাহজাহান চঞ্চলের বড় ছেলে গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য এস এম পলাশ চঞ্চল এর সার্বিক তত্ত্বাবধানে স্মরণ সভায় উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক শাহজাহান সজল, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নছ মিয়া প্রধান, ৭নং ওয়াড বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক রতন সাংগঠনিক সম্পাদক শফিকুল, জেলা ছাএদল নেতা লিটন নওশাত মোস্তাক, যুবদল নেতা নাজমুল হক সুমন, বিএনপি নেতা জহিরুল ইসলাম প্রিন্স, ছাএদল নেতা ওয়াসিম আকরাম, সাখাওয়াত খন্দকার, শাহাদাত হোসেন পাপ্পু, শ্রমিক নেতা আমিনুল বিএনপি নেতা জাহাঙ্গীর খিজির বেপারী, ছাএনেতা সৌরভ বেপারী আজমাইন হোসেন অনিক রায়হান আলম বেপারী রাজীব বেপারী পাপপু বেপারী সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃনদ।
এছাড়াও চন্নাপাড়া এমদাদুল উলুম মাদ্রাসার ছাত্র শিক্ষক বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রয়াত শাহজাহান চঞ্চলের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এম/এস