স্টাফ রিপোর্টারঃমাহবুব আলম সরকার
সোমবার (১৬ সেপ্টেম্বর)
ময়মনসিংহের-ধোবাউড়া উপজেলার প্রথমে ৪নং পোড়াকান্দুলিয়া ইউনিয়নের চুরই-বিটা অবস্থান নেন,পড়ে ২নং গামারীতলা ইউনিয়ন ও ১নং দক্ষিণ মাইজপাড়া হয়ে যেতে চেয়েছিলেন মেঘালয় রাজ্যের ভারতে।সেটা সম্ভব হয়ে ওঠেনি একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু,দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত,একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমানসহ প্রাইভেটকার চালক সেলিম এর,মাঝামাঝি এলাকা থেকে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করে,এ সময় তাদের বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করে স্থানীয়রা ধোবাউড়া থানা পুলিশের কাছে।ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকা ও মাতৃজগত পত্রিকাসহ-Mtvকে বলেন যে,আজ সোমবার ভোর ৬টার দিকে ৪নং পোড়াকান্দুলিয়া ইউনিয়নের চুরই বিটা এলাকা থেকে স্থানীয় জনতা তাদের আটক করে পড়ে পুলিশের হাতে সোপর্দ করে।এ সময় তাদের বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করে স্থানীয়রা,আটক চারজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন ধোবাউড়া থানায়।পড়ে এলাকাবাসীর কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে,তাদের কাছে ছিলো বিপুল পরিমাণ নগদ টাকাসহ ইন্ডিয়ান প্রচুর রুপি,সেই অর্থের কোন সন্ধান পাওয়া যায়নি এখন পর্যন্ত,সাধারণ জনগণ বলেন টাকা কোথায় বা কার কাছে আছে,আইনশৃঙ্খলা বাহিনী একটু কুটিয়ে দেখলেই পাওয়া যাবে বিপুল পরিমাণ অর্থ,যাঁরা বিশেষ করে ধোবাউড়া থানা প্রশাসনের কাছে সোপর্দ করেছেন তাদের কাছে মিলে যাবে জিজ্ঞাসাবাদে কয়েক কোটি নগদ টাকার সন্ধান।ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মো. আজিজুল ইসলাম বলেন, আটকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং যাদের সহযোগিতার মাধ্যমে দেশত্যাগ করতে চেয়েছিলেন তথ্য প্রমান পাওয়া গেলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে এবং সংশ্লিষ্ট মামলায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এম/এস