লালন সরকার, দেবীগঞ্জ
পঞ্চগড়ের দেবীগঞ্জে নিজের
জমিতে দোকানঘর নির্মান করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সফিউল ইসলাম নামের এক ব্যক্তি।
শনিবার(১৪ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা বাজারে মসজিদ সংলগ্ন জায়গায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সফিউল আলম ও হুমায়ুনের টাকাহারা মসজিদের পাশে ক্রয় সূত্রে ৫ শতক জমি মালিক। সেখান হতে ৪ শতক জমি টাকাহারা বাজার মসজিদকে রেজিষ্ট্রি করে দেন সফিউল ও হুমায়ুন। তারপর অবশিষ্ট এক শতক জমিতে ব্যবসা বানিজ্য করার জন্য সে দোকান ঘর নির্মান করতে গিয়ে হামলার শিকার হন। মসজিদ কমিটির কতিপয় সদস্য হামলায় অংশ নেন। সফিউল ইসলাম ঘরের বাশ কাটার জন্য নিয়ে যান দা কুড়াল। এক পর্যায়ে কমিটির সদস্য রমজান আলী তার উপর হামলা চালায়। এবং মাটিতে পড়ে থাকা দা দিয়ে সফিউল ইসলামের উপর হামলা করে। তার হাতে দা দিয়ে আঘাত করে। এতে তার হাতের রগ কেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাকে তার পরিবারের লোকজন উদ্ধার করে দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বর্তমানে সফিউল ইসলাম ৫০ শয্যা বিশিষ্ট দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
সফিউল আলম জানান,আমার বাবা এমদাদুল হক টাকাহারা বাজার মসজিদের নামে প্রায় ৬/৭ মাস পূর্বে ১১ শতক আবাদি জমি রেজিস্ট্রি করে দেন। পরবর্তীতে আরও ৪ শতক জমি প্রায় ১০ বছর আগে রেজিস্ট্রি করে দেন। তৎকালীন সময়ের সভাপতি, সাধারণ সম্পাদক ও ক্যাশিয়ার আমার এক শতক জমি বুঝিয়ে দেননি। তাদের কাছে একাধিক বার মৌখিক ভাবে বলার পরেও তারা বিষয়টি আমলে নেননি। উক্ত এক শতক জমি তারা মসজিদের নাম ব্যবহার করে আটকিয়ে রাখে। তিনি আরও বলেন, ইবরাহীম আলী, মিনহাজ আলী, মন্টু মিয়াসহ আরও কয়েকজন আমার উপর হামলার নেতৃত্ব দেন।
দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু সরকার বলেন, টাকাহারা বাজার মসজিদের এক শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। পূর্বের কমিটি তাদের এক শতক জমি বুঝিয়ে না দেবার কারনে আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। মসজিদের কমিটি ও জমির মালিক কে নিয়ে আমরা খুব দ্রুত সমস্যা সমাধান করবো।