মোঃ আল-আমিন ইসলাম
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলায় জলঢাকা উপজেলার দুই নং ডাউয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রোকনুজ্জামানের হার্টঅ্যাটাকে মৃত্যু। মৃত্যুকালে তেনার বস হয়েছিল (৫০) তিনি চেয়ারম্যান থাকা অবস্থায় সুনামের শহীদ নানান উন্নয়নমূলক কাজ করেছেন এলাকায় তাইতো আজ পুরো ইউনিয়ন কেমন জানি পাগল পারা হয়ে গেছে। তেনার জীবন গড়েছেন সৎ ভাবে করেননি কোন দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, আজকে এই পৃথিবী থেকে হাজার, হাজার নারী পুরুষকে কাঁদিয়ে চিরতরে বিদায় নিয়ে চলে গেলেন রোকনুজ্জামান খোকন।
তেনার প্রথম জানাজা ২ঃ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় নেকবক্ত ফুটবল খেলা মাঠ প্রাঙ্গনে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় নিজ বাস্তু ভূমি সল্লাডাঙ্গায়। পরে পারিবারিক কবরস্থানে নিয়ে দাফন কাফন সম্পন্ন করেন তেনার আত্মীয়-স্বজন ভাই বেরাদার বন্ধু-বান্ধব সহ গ্রাম ও এলাকাবাসী।
মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারবে
কুল্লি নাফসি জাইকাতুল মাউত।