অথই নূরুল আমিন কবি কলামিষ্ট ও রাষ্ট্র বিজ্ঞানী
৮ আগস্ট ২০২৪ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ছাত্র জনতার সমর্থনে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়। তারপর থেকে সারাদেশ জুড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের ব্যাপক প্রচার ও প্রচারণা লক্ষণীয়।
এদিকে গণ অধিকার পরিষদ তাদের মার্কা পাওয়ার পর থেকে তারাও নতুন করে ভবিষ্যত পরিকল্পনা করছে।
এরই মধ্যে জামায়াতের সাথে ইসলামী বেশকিছু রাজনৈতিক দলের ঐক্যজোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে কারো সমস্যা নেই। তবে জামায়াতের কিছু গুণ লক্ষ্য করা যায়। তাহলো গ্রামগঞ্জে শহরে বন্দরে যেখানেই জামায়াতের নেতাকর্মী বা সমর্থক আছে। তারা নিজ নিজ অবস্থানে সু পরিচিত।
এদিকে গণ অধিকার পরিষদের পরিধিও শহর ছাড়িয়ে উপজেলা পযর্ন্ত তাদের সু পরিচিত বেড়েছে। অনেক জায়গায় তাদের কমিটি ও আছে। এবং গণ অধিকার পরিষদ এগিয়ে যাচ্ছে। যদিও এখন পযর্ন্ত তাদের ভোটের বাক্স প্রায় শূণ্যের কোঠায়। দুই শতাংশ।
তবে জামায়াতের ভোট আছে আট শতাংশ। তারা ঐক্যজোট করলে ভোট বেড়ে দাড়াবে পনেরো শতাংশ। কারণ হলো আমাদের সমাজে সবচেয়ে কঠিন কাজ হলো ভোটারের মন জয় করে ভোট পাওয়া।
তবে আমি সব দলকে এই মর্মে পরামর্শ দেই। আপনারা কেউ বাম দলগুলার সাথে জোট করবেন না। ওরা খুবই হীনমনা হয়ে থাকে। ওরা কাজের চেয়ে চিন্তা বেশি করে।